Blog

  • Lucy
  • Tips and Tricks
  • ১২ টি মাস চলুক প্রাকৃতিক অলিভ অয়েলের সাথে

১২ টি মাস চলুক প্রাকৃতিক অলিভ অয়েলের সাথে

অলিভ অয়েল বা জলপাই তেলের সাথে মানুষের পরিচয় অনেক আগে থেকে। প্রাকৃতিক আর সব তেলের মধ্যে পুষ্টিগুণে সেরা এই তেলের রয়েছে আপনার ত্বক, চুল এবং স্বাস্থ্যকে সুন্দর রাখার ক্ষমতা। কী ভাবছেন? অলিভ অয়েলের এতোশত ব্যবহারের কথা শোনেননি আগে? জেনে নিন বছরের বারোটি মাসেই অলিভ অয়েল ব্যবহার করে সুস্থ ও সুন্দর থাকার উপায়।

চুলের যত্নে অলিভ অয়েল

চুলের যত্নে অলিভ অয়েল বেশ কার্যকরী। আপনার চুল যদি রুক্ষ-শুষ্ক হয়ে থাকে তাহলে গোসলের পর কন্ডিশনার হিসেবে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন আপনি। এতে করে আপনার চুল হয়ে উঠবে সতেজ ও স্বাস্থ্যজ্জ্বল।

এছাড়া চুলে কোন রঙ বা আঠাজাতীয় কিছু লেগে গেলে সেখানে অলিভ অয়েল লাগিয়ে হালকা করে ঘষতে থাকলেও রঙ বা আঠাজাতীয় জিনিসটি উঠে আসবে দ্রুত। চুলের যত্নে অলিভ অয়েলের আরো ব্যবহার জানতে এখানে ক্লিক করুন

ত্বকের যত্নে অলিভ অয়েল

অবশ্যই ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে অলিভ অয়েল বেশ ভালো কাজ করে। শীতকাল কিংবা অন্যকোন সময়, লুসি অলিভা অলিভ অয়েলের মাধ্যমে সেরা জলপাই তেলই হাতের কাছে পেয়ে যাবেন আপনি। আমাদের ত্বকে প্রায় সময়েই ফুসকুড়ি ওঠে। আর এই অবাঞ্চিত পিম্পলের কারণে চেহারার পুরোটা মাধুর্যই নষ্ট হয়ে যায়। অলিভ অয়েল এই ক্ষেত্রেও সাহায্য করে। সঠিক ফলাফল পেতে কেবল খানিকটা অলিভ অয়েল পিম্পলের উপরে মাখিয়ে নিতে হবে। এভাবে কিছুদিন ব্যবহার করলেই পিম্পল একেবারের মতো বিদায় নেবে। তবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে, চুল আর ত্বকের যত্নই কি অলিভ অয়েলের সবটুকু উপকার? আর কোন কাজে কি অলিভ অয়েল ব্যবহৃত হয় না?

হয়! অলিভ অয়েলের এমন অনেক ব্যবহার রয়েছে যেগুলো হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই ব্যবহারের কারনেই লুসি অলিভা অলিভ অয়েল সারা বছরব্যাপী দরকার পড়বে আপনার। দেখে নিন দৈনন্দিন জীবনে অলিভ অয়েলের কিছু দরকারী ব্যবহার।

 

১। শেভিং ক্রিমের বদলে

শেভ করতে গিয়ে মনে পড়লো শেভিং ক্রিম ফুরিয়ে গিয়েছে। কিন্তু শেভ না করলেও চলছে না। কী করবেন এমন সময়? খুব সহজ সমাধান হতে পারে অলিভ অয়েল। অলিভ অয়েল রেজরকে খুব সহজে শেভ করতে সাহায্য করে। সাবান বা শেভিং ক্রিমের চাইতেও ভালো কাজ করে এটি।

২। হাতের রঙ তুলতে

হাতে রঙ কিংবা গ্রীজ লেগে গিয়েছে? সাধারনত পানি আর সাবান খুব একটা কাজে দেয় না এই দাগ তুলতে। আর এতে সময়ও লাগে অনেক বেশি। অন্যদিকে অলিভ অয়েল ব্যবহার করলে এই সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। এক চা চামচ লুসি অলিভা অলিভ অয়েলের সাথে এক চা চামচ চিনি কিংবা লবন মিশিয়ে নিন ভালো করে। এরপর সেই মিশ্রণটি ব্যবহার করুন হাতের রঙ কিংবা গ্রিজ লেগে যাওয়া অংশে। দেখবেন সহজেই সেটি উঠে এসেছে।

৩। আসবাবপত্র পলিশ করতে

বাড়ির পুরনো কাঠের আসবাবগুলোকে পলিশ করতে কত ঝামেলাই না করতে হয়, তাই না? কিন্তু কোন ঝামেলা ছাড়া অলিভ অয়েলের সাহায্যে এই কাজটিও সেরে ফেলতে পারেন আপনি। এজন্য আপনাকে পাত্রের দুইভাগ লুসি অলিভা অলিভ অয়েলের সাথে একভাগ লেবুর রস কিংবা সাদা ভিনেগার মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটিকে খুব ভালো করে ঝাকিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার একটি পেপার টাউয়েল বা কাপড় নিয়ে তাতে মিশ্রণটি লাগিয়ে আসবাবপত্রে ব্যবহার করুন।

৪। গলার কফ পরিষ্কার করতে

ঠান্ডা লাগলে অনেক সময় এই সমস্যাটি দেখা দেয়। গলার ঠিক মাঝখানে কফ আটকে আছে বলে মনে হতে থাকে। কিন্তু সেটা বের করা কিংবা গিলে ফেলা কোনটাই সম্ভব হয় না। এই সমস্যার সহজ সমাধান হিসেবে এক চামচ অলিভ অয়েল খেয়ে নিতে পারেন। অলিভ অয়েল এই ক্ষেত্রে পিচ্ছিল পদার্থের কাজ করবে আর আপনার গলার আটকে থাকা কফকে সরিয়ে ফেলতে সাহায্য করবে।

৫। জং ধরা দরজা বা জানালা

অলিভ অয়েল পিচ্ছিল একটি জিনিস। তাই এটা খুবই স্বাভাবিক যে, যেকোন জং ধরা বা মরচে পড়া পদার্থকে ঠিক করে তুলতে এটি অসম্ভব ভালো কাজ করে। আপনার বাড়ির দরজা বা জানালার কোন অংশে যদি লোহায় জং ধরে এবং বন্ধ করা ও খোলার সময় বেশ ধকল পোহাতে হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন লুসি অলিভা অলিভ অয়েল।

৬। ফাটা ঠোঁটের যত্নে

লুসি অলিভা অলিভ অয়েল আপনার ফেটে যাওয়া ঠোঁটকেও কমনীয় ও নরম করে তুলতে সাহায্য করবে। এজন্য অলিভ অয়েলের সাথে খানিকটা চিনি মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ঠোঁটে লাগান। কিছুক্ষণ পর সেটা ধুয়ে ফেলে ঠোট পরিষ্কার করে ফেলুন। দেখবেন, আপনার ঠোঁটের ফাটা অংশগুলো ঠিক হয়ে গিয়েছে। এমনকি মিশ্রণটি কোনভাবে মুখের ভেতরে চলে গেলেও কোন শারীরিক সমস্যার মুখোমুখি হবেন না আপনি।

৭। চোখের মেকআপ তুলতে

নিশ্চয় ভাবছেন, সরাসরি ত্বকে অলিভ অয়েল ব্যবহার করলে ত্বকের কোন সমস্যা দেখা যাবে কীনা। না, এমন কিছুই হবে না। বরং আপনার ত্বকের তৈলাক্তভাবকে দূর করতে সাহায্য করবে এটি। তৈলাক্ত পদার্থ অন্যান্য তৈলাক্ত পদার্থ এবং ময়লাকে আকর্ষণ করে সবচাইতে বেশি। আর তাই ত্বক পরিষ্কার করতে কিংবা মেকআপ তোলার কাজে আপনি অবশ্যই নিশ্চিন্তে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এছাড়া মেকআপ ব্রাশ পরিষ্কার করতেও আপনি ব্যবহার করতে পারেন এই তেল।

৮। শরীরের র‍্যাশ দূর করতে

গরমে শরীরের নানা অংশে র‍্যাশ হওয়াটা স্বাভাবিক। এছাড়াও, বাচ্চাদের ক্ষেত্রে ডায়াপার পরানোর ফলে না চাইতেও অনেক সময় শরীরে র‍্যাশের জন্ম হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অলিভ অয়েল বেশ কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষ করে শীতকালে শরীরে বাড়তি ময়েশ্চারাইজার প্রদান করে শুষ্কতা এবং সেখান থেকে র‍্যাশ হওয়ার সম্ভাবনাকে নষ্ট করে দেয় এটি।

৯। কানের ময়লা দূর করতে

এয়ার ওয়াক্স, যেটাকে আমরা কানের ময়লা বলে জানি, সেটা দূর করতেও অলিভ অয়েল সাহায্য করে। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে ২-১ ফোঁটা লুসি অলিভা অলিভ অয়েল কানের ভেতরে মাখিয়ে নিন। এটি আপনার কানে জমে শক্ত হয়ে থাকা ময়লাকে নরম করে তুলবে এবং খুব সহজেই সেটাকে বের করে আনতে পারবেন আপনি।

১০। নখের যত্নে

সুস্থ আর সুন্দর নখ কে না চায়? কিন্তু তার জন্য আপনাকে খরচও করতে হয় বেশ, তাই নয় কি? কিন্তু খুব সহজেই অল্প খরচে ঘরোয়াভাবে আপনি আপনার নখের পরিচর্যা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে পারেন অলিভ অয়েলের মাধ্যমে। খানিকটা লুসি অলিভা অলিভ অয়েল নিন আর নিজের পুরোটা হাতে মাখুন। বিশেষ করে নখে যেন অলিভ অয়েল ভালোভাবে আর পুরোপুরি লাগে সেটা নিশ্চিত করুন। এতে করে আপনার নখ স্বাস্থ্য হয়ে উঠবে উন্নত এবং মজবুত। বিশেষ করে আপনার নখ যদি ভঙ্গুর হয়ে থাকে তাহলে এই উপায়টি আপনি একবার চেষ্টা করে দেখতেই পারেন।

তাই এবার থেকে শীত কিংবা গরম নয়, সারা বছর চলুক লুসি অলিভা অলিভ অয়েলের সাথে!